শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রেক্সিট নিয়ে ফের কঠিন বিপাকে বরিস জনসন, আল্টিমেটাম দিলেন ইইউ’কে

রাশিদুল ইসলাম : [২] আগামি ১৫ই অক্টোবরের মধ্যে ব্রেক্সিট নিয়ে ইউরোপের সঙ্গে কোনো বনিবনা না হলে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। হাতে ৩৮দিন সময় আছে অথচ ব্রিটেনের রাস্তায় প্রতিবাদকারীদের হাতে প্লাকার্ডে লেখা বলছে ব্রেক্সিট থেকে ফিরে এস বরিস, ব্রিটেন চলুক আগের সেই শৌর্যে। সিএনএন

[৩] এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান ইভেস লে ড্রিয়ান বলেছেন ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে চূড়ান্ত ফয়সালা জরুরি। তবে বিষয়টি বিস্তারিত আলোচনা হওয়া তারচেয়েও অধিক প্রয়োজন।

[৪] বরিস জনসন বলছেন হয় ইউরোপের সঙ্গে আলোচনায় সমঝোতা তা না হলে ‘নো ডিল’ অর্থাৎ কোনো চুক্তি করবে না ব্রিটেন। কারণ সার্বভৌমত্ব ও বাণিজ্য স্বার্থ ত্যাগ করে ব্রিটেন কোনো চুক্তি করবে না।

[৫] কার্যত লন্ডন ও ব্রাসেলস ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও চুক্তি করতে সম্ভব হচ্ছে না। চুক্তি না হলে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটেন যেমন বাণিজ্যিক সম্পর্ক রাখছে তেমনি ইউরোপের সঙ্গে লেনদেন হবে।

[৬] বরিস বলছেন আমাদের দরজা বন্ধ নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্বের ভিত্তিতে মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াই বাণিজ্য অব্যাহত রাখব।

[৭] ব্রিটেনের ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে যিনি দরকষাকষি করছেন সেই ডেভিড ফ্রস্ট বলেছেন ইউরোপের সঙ্গে চুক্তির ফলাফল নিয়ে তিনি ভীত নন, কানাডার মত বাণিজ্যের নিয়ন্ত্রণ করতে পারলেও তাকে ব্রিটেন দুর্দান্ত মনে করবে। আর যদি অস্ট্রেলিয়ার সঙ্গে লেনদেনের মত হয়ে থাকে তাতেও আপত্তি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়