শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখে মুখে তো ব্যবসা হতে পারেনা, বললেন খাতুনগঞ্জে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট

রাজু চৌধুরী : [২] পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল কিন্তু দেশের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে সড়ক অবরোধ করে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছেন ব্যবসায়ীরা।

[৩] সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ আন্দোলন শুরু হয়। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে দেড় শতাধিক দোকানপাট।

[৪] এতে খুচরা বিক্রেতারা পেঁয়াজ, রসুন, আদা কিনতে না পারায় বাজারে অস্থিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সকালে খাতুনগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন আড়তদাররা।

[৫] সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদকের সাথে বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এক ব্যবসায়ী বলেন, আমি পঁচিশ বছর এ ব্যবসায়। কখনও লাভ কখনও লস দিয়ে ব্যবসা করে যাচ্ছি। ১শ' টাকার আদা বিশ টাকা বিক্রয় করলে তখন কেউ দেখতে আসেনা। যখন আমরা আশি টাকার পেঁয়াজ ১শ' টাকায় বেচি তখনই নানা সমস্যা হয়।

[৫] অভিযান প্রসঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অভিযানে গিয়ে আমি তাদের কাছে আমদানির কাগজ পত্র চেয়েছিলাম কিন্তু ব্যবসায়ীরা তা দেখাতে পারেননি। যারা আমদানিকারক থেকে মাল ক্রয় করেন তাদের ও কোন ডকুমেন্টস নেই। তারা ফোন কলের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। মুখে মুখে তো কোন ব্যবসা হতে পারে না। পণ্যের বিপরীতে বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি তাই আমি আইননুযায়ী জরিমানা করেছি। নিম্নবিত্তের মানুষ কি করে চলবে। তারা প্রতিনিয়ত বাজারে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে চলেছে।

[৬] ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। উল্লেখ্য যে, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে খাতুনগঞ্জে রোববার (৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১০ আড়তদারকে জরিমানা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়