শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্দরবানে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বান্দরবান প্রতিনিধি: [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিকে ইয়াবাসহ আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

[৩] রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু গর্জনবনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

[৪] জিসানুল হক জিসান (২৯) ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের পর পর দুটি কমিটির সাবেক সভাপতি ছিলেন। তিনি দক্ষিণ ঘুমধুম এলাকার এনামুল হকের ছেলে। এ ছাড়া ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খালেদ সরোয়ার হারেছের ভাগিনা।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনীতির ছত্রছায়ায় থেকে জিসান কয়েক বছর ধরে ইয়াবাপাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব গোয়েন্দাদের নজরবন্দিতে ছিলেন জিসান। অবশেষে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতেই তিনি ধরা পড়েন।

[৬] বিজিবি সূত্র জানায়, বিজিবির পক্ষ থেকে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যার আগে সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিজিবির নিয়ন্ত্রিত রেজু বিজিবি অভিযান চালায়। অভিযানের সময় জিসানকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ২২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইলফোন জব্দ করে বিজিবি।

[৭] ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদে জানান, মাদকের বিরুদ্ধে বিজিবি সবসময় তৎপর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়