শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল কবীর: আবু ওসমান চৌধুরীর মতো মানুষরা যুগে যুগে জন্মান না, শতাব্দীতে জন্মান

নজরুল কবীর: একজন আবু ওসমান চৌধুরী চেতনার দীপ্ত মশাল। মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্ট কমান্ডার আবু ওসমান চৌধুরীও চলে গেলেন। শুধু ৭১ নয়, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পূর্বাপর ঘটনা প্রবাহ, ৭ নভেম্বর কথিত সিপাহী-জনতার বিপ্লবসহ কতো বিষয়ে তার কাছ থেকে শুনেছি। পেশাগত কারণেই এসব শুনেছি এমনটা নয়। কেন্দ্রীয় খেলাগর আসরের ‘একাত্তরের রণাঙ্গণ : মুক্তিযোদ্ধার মুখে’ ধারাবাহিক সিরিজ বক্তৃতা আয়োজনের একজন সংগঠক হিসেবে তার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা। যদিও পরিচয় হয়েছিলো শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক-দালার নির্মূল কমিটির আর্দোলনের সময়। ফলে চেতনাগত ঐক্যের সে মেলবন্ধন অটুট ছিলো তার অসুস্থতার আগ পর্যন্ত। তিনি চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়ার পর অনেকদিন টেলিফোনে বলেছিলেন তাজা ইলিশের ভাজা খাওয়াবেন। যাওয়া হয়নি। এ নিয়ে তার আক্ষেপও ছিলো। পেশোগত কারণে অনেক সহায়তা পেয়েছি তার কাছ থেকে। নব্বইয়ের আন্দোলনে শহীদ ডা. মিলন হত্যার তদন্তে সামরিক বাহিনীর অভ্যন্তরে একটি কমিটি হয়েছিলো। কমিটির প্রধান ছিলেন জেনারেল আয়েনউদ্দীন। তখন আমি দেশ টিভির বিশেষ প্রতিনিধি। মিলনের হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী একটি রিপোর্ট করি। সে-ই রিপোর্টে প্রথম এবং শেষ বারের মতো জেনারেল আয়েনউদ্দীন বলেছিলেন কীভাবে এরশাদ পত্নী রওশন এরশাদ গুলি সরবরাহ করেছিলো সন্ত্রাসী অভি গ্রুপকে। আর এই জেনারেল আয়েনউদ্দীনকে রাজী করিয়েছিলেন আবু ওসমান চৌধুরী আমাকে সাক্ষাৎকার দেয়ার জন্য। আবু ওসমান চৌধুরীর মতো মানুষরা যুগে যুগে জন্মান না, শতাব্দীতে জন্মান। স্যালুট আপনাকে। আপনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে থাকবেন চেতনার দীপ্ত মশাল হয়ে। বিদায় হে বীরযোদ্ধো, বিদায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়