ইসমাঈল ইমু : [২] গত শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে মাঝি, ইমাম, ও বিভিন্ন ক্যাম্পের প্রতিনিধিসহ ৪০ জন বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক ভাসানচরে বসবাসের উপযোগী বিভিন্ন সুযোগ-সুবিধা, অবকাঠামো এবং স্থাপনা সরেজমিনে পরিদর্শনে যায়।
[৩] পরিদর্শনের সময়ে রোহিঙ্গা প্রতিনিধিরা দুইদিন ভাসানচরে অবস্থান করে। ভাসানচরের সকল সুযোগ-সুবিধা, চিকিৎসা, নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতি অবলোকন করে। ইতোমধ্যেই রোহিঙ্গা প্রতিনিধিরা ভাসানচরের সার্বিক পরিস্থিতি এবং উন্নত মানের আবাসন ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ এবং ভাসানচরে বসবাসের জন্য আগ্রহ দেখিয়েছে। ভ্রমন শেষে তারা আগামী ৮ সেপ্টেম্বর কক্সবাজার ফেরত আসবে বলে জানা যায়।