শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে চুরির সন্দেহে মধ্যযুগীয় কায়দায় যুবক নির্যাতন, আটক ২

আব্দুল্লাহ আল আমীন : [২] ময়মনসিংহ সদরের চরভবানীপুর এলাকায় চুরির অপবাদে এক কিশোর ও এক যুবককে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারপিটের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার ভাই সফির উদ্দিন।

[৩] রোববার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাটি জানার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দুইজনকে আটক করা হয়েছে। অন্য যারা জড়িত তাদেরকেও আটক করা হবে।

[৪] ওসি বলেন, ভুক্তভোগী পরিবার আমাদের কাছে অভিযোগ দায়ের না করলেও আমরা নির্যাতিত ফয়জালের মা ফাতেমা আক্তারকে থানায় নিয়ে এসেছি। তার কাছে পুরো ঘটনা জেনে সেই মোতাবেক আইনি পদক্ষেপ গ্রহণ করব।

[৫] এর আগে, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোবাইল চোর সন্দেহে এক কিশোর ও এক যুবককে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মোবাইল চুরির অপবাদ দিয়ে দুইজনের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে। এ সময় কিশোররা চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইলেও তাদের নির্মমভাবে পেটানো হয়।

[৬] পরে খোঁজ নিয়ে জানা যায়, গেল বুধবার প্রভাবশালী গোলাম মোস্তফার মেয়ের একটি মোবাইল চুরি হয়। এরপর চোর সন্দেহে বৃহস্পতিবার ভোরে ধরে আনা হয় এলাকার যুবক ফয়জাল (২১) ও কিশোর রাকিবকে (১৪)। পরে গোলাম মোস্তফার নেতৃত্বেই সকাল ৭টা থেকে বিকাল পর্যন্ত চলে ওই দুই কিশোরের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়