শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিড শনাক্তে রেকর্ড ৯০৬৩২, মৃত্যু ১০৬৫

মহসীন কবির : [২]  রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হালনাগাদ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। এ নিয়ে মোট আক্রান্ত ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন; যা ব্রাজিলের কোভিড-১৯ শনাক্ত ৪১ লাখ ২৩ হাজারের চেয়ে মাত্র ৯ হাজার কম। আনন্দবাজার ও এনডিটিভি

[৩] গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি হলো যথাক্রমে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু এবং উত্তর প্রদেশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে যতজন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন তার ৬২ শতাংশই এই পাঁচ রাজ্যে।

[৪] এখনও দৈনিক করোনা শনাক্তের চার ভাগের এক ভাগ হচ্ছে মহরাষ্ট্রে। শনিবার নতুন করে এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ হাজার ৪৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে সেখানে। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত ৮ লাখ ৮৩ হাজার ৮৬২ জন। টানা চারদিন ধরে মহারাষ্ট্রে দৈনিক নতুন করে করোনার সংক্রমণের রেকর্ড হয়েছে।

[৫] ভারতে বিশ্বের মধ্যে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলেও দেশটিতে সুস্থতার হারও বেশি । রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তা জানিয়েছে, নতুন করে গত একদিন আরও ৭০ হাজার কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে; যা এযাবৎকালে এক দিনে সর্বোচ্চ। মে মাসে সুস্থ ৫০ হাজার থাকলেও এখন তা ৩১ লাখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়