শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন হাইপার মার্কেট উদ্বোধন

ওবায়দুল হক, আমিরাত প্রতিনিধি : [৩] আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান বলেছেন, দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। তাই দেশের সম্মান আরাে বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন প্রবাসী ব্যবসায়ীরা।

[৩] এই রকম আরাে ব্যবসা প্রতিষ্ঠান বােলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা বাণিজ্যে সততার দৃষ্টান্ত রাখতে হবে। কাস্টমার সার্ভিসকে প্রাধান্য দিতে হবে। তাহলে ব্যবসায় সফলতা আসবে।

[৪] গত ৩ সেপ্টেম্বর আজমান জারাপ ইন্ডাস্ট্রিয়াল জোন -২ হামেরিয়া এফআরজেড এলাকায় বাংলাদেশী মালিকানাধীন টার গােল্ড গ্রুপের প্রতিষ্ঠান স্টার হােম হাইপার মার্কেট এলএলসির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৫] ব্যবসায়ী আবুল কালাম সিআইপির মালিকানাধীন নিজের ক্ষয় করা ভবনে স্টারহােম হাইপার মার্কেট এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল এবং রাতে দুই বাংলাদেশ কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

[৬] এসময় উপস্থিত ছিলেন- দুবাই কনস্যুলেটের শ্রম সচিব ফকির মানােয়ার হােসেন, দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মােহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপি, বাংলাদেশ সমিতি সারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল, গণি চৌধুরী, দুবাই বাংলাদেশ বিজ়নেস কাউন্সিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ব্যবসায়ী মাজাহার উল্লাহ মিয়া, দুবাই জনতা। ব্যাংকের ব্যবস্থাপক আবদুল মালেক, বিশিষ্ট মােহাম্মদ জাকির হােসেন, হাবিবুর রহমান, গােলাম মােস্তাফা, রিপন দত্ত, ব্যবসায়ী জাকির হােসেন, সােহেল মজুমদার, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল হক ও সাংবাদিক ওবায়দুল হক মানিক প্রমুখ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়