শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নায়ারনগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত কুমিল্লার বাবা-ছেলের দাফন সম্পন্ন

মাহফুজ নান্টু: [২] নারায়নগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় কুমিল্লার দুুজন নিহত হয়। তারা হলেন নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ের বদরপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন (৫০) ও তার ছেলে জুনাইদ (১৭)। নিহত হাফেজ দেলোয়ার ওই মসজিদের মোয়াজ্জেন ছিলেন।

[৩] স্থানীয়রা জানান, হাফেজ দেলোয়ার হোসেন দীর্ঘ বছর ধরে বায়তুস সালাত জামে মসজিদের মোয়াজ্জেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার আগের দিন তার বড় ছেলে জুনাইদ বাবা দেলোয়ার হোসেনের সাথে দেখা করতে যায়। শুক্রবার বাবা ছেলো একসাথে নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। পরে হঠাৎ বিস্ফোরণে বাবা ছেলে মসজিদের ফ্লোরে পড়ে থাকেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

[৪] চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮ টায় ছেলে জুনাইদ মারা যায়। বেলা দু টায় বাবা দেলোয়ার হোসেনও মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে নিহত দেলোয়ারের গ্রাম বদরপুরে শোকের ছায়া নেমে আসে।

[৫] শনিবার রাত সাড়ে ১০ টায় জানাযার নামাজ শেষে বাবা ছেলের লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ভুঁইয়া বাসিরসহ সহস্রাধিক মানুষজন

[৬] মসজিদে বিস্ফোরণে নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী তিন মেয়ে দুই ছেলে ছিলো। বিস্ফোরণে বড় ছেলে সহ তিনি মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়