শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রা শুরু করল “হ্যালো এম্বুলেন্স” সিএমপি কোতোয়ালী থানার সেবা

রাজু চৌধুরী : [২] সিএমপি কোতোয়ালী থানা পুলিশের সেবামূলক কার্যক্রমের অন্যতম "হ্যালো এম্বুলেন্স" আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

[৩] শনিবার (৫ সেপ্টেম্বর) কোতোয়ালী থানা প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান।

[৪] অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, আমরা মানবিক পুলিশ হব এই ধারণাটি প্রতিপাদ্য করে সেবার ব্রত নিয়ে এবং পুলিশ সম্পর্কে মানুষের মনে যে সংশয় তা কমিয়ে আনতে, নগরবাসীর চিকিৎসা সেবায়, অসহায় অবস্থায় পাশে থেকে সেবার হাত বাড়ানোর চিন্তা থেকে করোনাকালে আমাদের এই মানবিক কার্যক্রম। আমরা করোনাকালকে বিভিন্নভাবে চেষ্টা করে গেছি সেবা দিয়ে এই দূরত্ব কমানোর একটা সুযোগ হিসেবে। কাজ করতে গিয়ে সিএমপিসহ সারাদেশে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা বেশিরভাগ সদস্যই সুস্থ হয়েছি। নগরবাসীও অনেকেই আক্রান্ত হয়েছেন। প্রথমদিকে যে অব্যবস্থাপনা ছিল সার্বিকভাবে সরকারের নজরে আসার পর একটি সুষ্টু ব্যবস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে সমস্যাগুলো অনেকাংশে লাঘব হয়েছে। আমাদের ভালো কাজের মাধ্যমে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা যদি দূর হয়ে যায় সেটিই একজন অফিসার হিসেবে আমার প্রাপ্য, আমার কাম্য। অনুষ্ঠানের সভাপতি ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, 'হ্যালো এম্বুল্যান্স' দেশে প্রথমবারের কোন থানায় বিনামূল্যে এম্বুল্যান্স সেবাটি নিয়ে এসেছে কোতোয়ালী থানা পুলিশ। আরও জানান, ০১৭৬৯৬৯৫৬৬৫ এবং ০৩১৬১৯৯২২ নাম্বারে ফোন করলে এম্বুল্যান্স বাসায় পৌঁছে যাবে। হাসপাতালে রোগী পৌঁছে দিবে বিনামূল্যে। তবে আপাতত কোতোয়ালী থানা এলাকাতেই পাওয়া যাচ্ছে এই সেবা। করোনাজয়ী এক মা কোতোয়ালী থানা এলাকার মানুষের জন্য এই উপহার দিয়েছিলেন। 'হ্যালো এম্বুল্যান্স' ও থানার গেইট উদ্বোধনের পাশাপাশি পুলিশ কমিশনার স্যারের করোনা জয় এবং বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয় কোতোয়ালী থানার পক্ষ থেকে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এম মোস্তাক আহমেদ খান ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়