শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কংগ্রেস অনুমোদন দিলে অব্যবহৃত ৩’শ বিলিয়ন ডলার কোভিড সহায়তা দেবেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : কোভিড সহায়তা হিসেবে এ বরাদ্দ ছাড় করতে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প বলেছেন ৩’শ বিলিয়ন ডলার অব্যবহৃত রয়ে গেছে। এ অর্থ মার্কিন নাগরিকদের কাছে সরাসরি পৌঁছে দেয়া হবে। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান অর্থনৈতিক সূচক ইতিবাচক থাকায় ওই অর্থ ব্যবহারের প্রয়োজন পড়েনি। তবে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা কোভিড সহায়তা পাবেন না বলে জানান ট্রাম্প।

এদিকে মার্কিন অর্থনীতির ইতিহাসে দেশটির অর্থনীতি এর আগে এতটা নাজুক কখনো হয়নি। কোভিড ও লকডাউনে দ্বিতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৩২.৯ শতাংশ। মার্কিন অথনীতি ও শ্রমবিভাগ থেকে বলা হচ্ছে বিভিন্ন সূচক বলে দিচ্ছে দেশটির অর্থনীতিতে পুনরুদ্ধার খুবই জরুরি। মার্কিন অর্থনৈতিক বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন অর্থনীতির পুনরুদ্ধার না ঘটলে নাগরিকরা চরম আস্থা সংকটে পড়বেন। গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব কানসাস সিটির বার্ষিক সম্মেলনে এক সমীক্ষায় বলা হয়েছে কোভিডের কারণে মার্কিন নাগরিকদের মনে শঙ্কার সৃষ্টি হয়েছে যে কয়েক দশক ধরে তাদের ঝুঁকি গ্রহণ করতে হবে ও আর্থিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে। ‘স্কারিং বডি এন্ড মাইন্ড:দি লং-টার্ম বিলিফ-স্কারিং ইফেক্টস অব কোভিড-১৯’ নামে এ সমীক্ষা প্রতিবেদনে আরো বলা হয়েছে ভবিষ্যতে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কেবলমাত্র নেতিবাচক হওয়ার আশঙ্কাকে বৃদ্ধি করবে।

প্রতিবেদনে বলা হয় কোভিড ভ্যাকসিন বাজারে এলে নাগরিকদের মনে কাজে ফিরে যাওয়ার ব্যাপারে আস্থা ফিরে আসবে। কিন্তু যতক্ষণ তা না হচ্ছে অর্থনীতির চাকা ততক্ষণ পর্যন্ত কাঙ্খিতমানে গতি পাচ্ছে না। একই সঙ্গে কোভিডের দ্বিতীয় কিংবা তৃতীয় ‘ওয়েভ’ বা ধকলের শঙ্কা রয়েই গেছে। গবেষকরা প্রতিবেদনে বলেন, অর্থনীতিতে অপ্রত্যাশিত সংকট নিয়ে নাগরিকরা অতিরিক্ত সতর্কপ্রবণ হয়ে উঠেছে কারণ বিশ্ব অর্থনীতি আগের চেয়ে অনেক ঝুঁকিপূর্ণ এবং ধারণার চেয়ে অনাকাঙ্খিত পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়