শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ছে পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: চীনের পরম বন্ধু রাষ্ট্র পাকিস্তান গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে। ভারতীয় সংবাদ সংস্থা টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর কায়রোতে পাকিস্তান দূতাবাসে বাণিজ্য ও বিনিয়োগ কর্মকর্তা সিদ্রাহ হক তাইওয়ান ট্রেড সেন্টারের ডিরেক্টর মাইকেল ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তাদের বানিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ।

সিদ্রাহ বলেন, তাদের বৈঠকটি পাকিস্তান-তাইওয়ান বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আলোকপাত করা হয়েছে। এবং স্থানীয় বাজার সম্পর্কে তথ্য শেয়ার করা হয়েছে।

এছাড়া সিদ্রাহ হক মাইকেল ইয়ের সঙ্গে এক ছবিসহ ওই সাক্ষাৎকার প্রসঙ্গে একটি টুইট করেন। তবে তা চীনের ভয়ে মুছে ফেলেন তিনি।

ওই টুইট বার্তায় সিদ্রাহ হক মাইকেল ইয়েকে একজন অভিজ্ঞ বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি টুইটে আরো লিখেছেন, আমরা পাকিস্তান-তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক, কায়রোতে আমাদের শেয়ারকৃত বাণিজ্যিক অভিজ্ঞতা এবং স্থানীয় বাজারে যেসব পণ্যের বেশি চাহিদা এসব বিষয়ে কথা বলেছি।

তাইওয়ানের ওপর কোন নিয়ন্ত্রণ নেই চীনের। তবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন।

ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়