শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মবিলের প্রকৃতির মনোমুগ্ধকর পদ্দফুলের সুবাস উপভোগ করতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আসাদুজ্জামান বাবুল: [২] গোপালগঞ্জ জেলা শহর থেকে ১০/১২ কিলোমিটার উত্তরে বলাকৈইড় গ্রামের পদ্মবিলের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে আসা স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানান বয়সের মানুষের পদচারনায় মুখোরিত হয়ে উঠেছে এলাকা।

[৩] অভ্যান্তরীন জেলা গোপালগঞ্জের ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানান গ্রাম-গঞ্জের বিভিন্ন পেশার মানুষ ছাড়াও দেশের নানান জেলা-উপজেলা থেকে পদ্দবিলে আসা দর্শনার্থীদের সমাগমে মিলন মেলায় পরিনত হয়েছে। বিশেষ করে সরকারী ছুটি আজ শুক্রবার সকাল থেকেই মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ারমত।
[৪] পদ্দবিলের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে আসা এমন প্রকৃতি প্রেমী ডা: এ কে আজাদ পিকলু আমাদের এ প্রতিনিধিকে বলেন, সারি সারি ডগায় ফোটা গোলাপী পদ্ম ফুলের সুবাস আর বাতাসের দোলাচলে দর্শনার্থীদের মনের ভেতরে সৃষ্টি হয়েছে ভিন্ন প্রাকৃতিক পরিবেশ।

[৫] পদ্দবিলের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য সংরক্ষন ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য স্থানীয় জেলা প্রশাসনের নজর রাখার দাবী জানিয়ে ডা: এ কে আজাদ পিকলু আরো বলেন,বর্ষা মৌসুমের এ সময়ে পর্যটকদের অনেকেই আসেন পদ্মফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিজ নিজ পরিবারে ছবি তুলে স্মৃতির ফ্রেমে বন্দী করে রাখতে।

[৬] কাশিয়ানী উপজেলা থেকে স্বপরিবারে পদ্দবিলে আসা বিশিষ্ট শিল্পপতি ফারুক আহম্মেদ বললেন, সৌন্দর্যের অপ‚র্ব লীলাভ‚মি গোপালগঞ্জের বলাকৈইড় গ্রামের এই বিলটিকে সংরক্ষণ করা হলে এটি হতে পারে একটি আকর্ষনীয় পর্যটন কেন্দ্র।

[৭] স্থানীয় লোকজনের বরাত দিয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সেপেক্টর মো, সালাহ উদ্দিন বলেছেন, বিশাল এই বিল আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পদ্মফুলে রঙিন থাকে।

[৮] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী মরিয়ম সুলতানা লিমা জানান, গত কয়েক বছর আগেও নয়নাভিরাম এই পদ্মবিলটি সাধারণ মানুষের কাছে এত পরিচিত ছিলনা। কিন্তু গত কয়েক বছরের ব্যবধানে সাংবাদিকদের লেখনিতে বিলটি এখন দর্শনার্থীদের কাছে সবচেয়ে পরিচিত হয়ে উঠেছে। পদ্দবিলের পদ্মফুলের সঙ্গেঁ মিশে যাচ্ছে প্রকৃতি প্রেমিরা।

[৯] উপরের খোলা আকাশ আর নীচে পদবদবিলের পদ্মফুলে মিশে একাকার হয়ে আছে। এমন দৃশ্য সচরাচর খুব কমই চোঁখে পড়ে। যা দর্শনার্থীদের মনের খোরাক হিসেবেও কাজ করে বলে দাবি করেন লিমা। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভুমি জেলা গোপালগঞ্জের বলাকৈইড় গ্রামের পদ্দবিলের প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য সংরক্ষণ ও দর্শনার্থীদের নিশ্চিত নিরাপত্তা অতীতেও দেয়া হয়েছে এবং এখনও দেয়া হবে এমন কথা উল্লেথ করে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আমাদের এ প্রতিনিধিকে বলেছেন, ভ্রমণপিয়াসু অনেক মানুষের কাছেই স্থানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।প্রতিদিন স্থানীয় মানুষদের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা থেকে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষদের নিশ্চিত নিরাপক্তার পাশাপাশি পদ্দবিলটিকে পর্যটকদের কাছে আরো জনপ্রিয় করে তুলার বিষয়টি আমাকে চিন্তা ভাবনা আছে।  সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়