শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেলআবিবের জন্য আকাশসীমা খুলছে বাহরাইন, ইসরায়েল শত্রুই থাকবে বলল হামাস

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনারের সফরের পর বাহরাইন তার আকাশসীমা ইসরায়েলের জন্যে উন্মুক্ত করছে। এর আগে ইসরায়েল ও আমিরাতের সঙ্গে বিমান যোগাযোগে সৌদি আরব আকাশ সীমা উন্মুক্ত করে দেয়। মার্কিন কর্মকর্তাদের বাহরাইন সফরের পরপরই মানামা এই সিদ্ধান্ত নিয়েছে। আল-আরাবিয়া

[৩] এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সমস্ত রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে জোরালো ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেছে ইসরায়েল শত্রুই থাকবে এবং ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিও ছাড় দেয়া হবে না। ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা বিষয়ক এক অনলাইন বৈঠকে এ আহ্বান জানান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

[৪] ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করতে আরব দেশগুলোকে ফের আহবান জানিয়ে বলেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে তিনি আলোচনায় বসবেন না। ২০০২ সালে সৌদি আরবের মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগ মেনে চলতে তিনি আরব দেশগুলোর প্রতি আহবান জানান।

[৫] সৌদি আরবের দেয়া ওই উদ্যোগকে সমর্থন দিয়েছিল জাতিসংঘ। পরবর্তীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তা পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নেয় যার অন্যতম উদ্দেশ্য হচ্ছে তেল আবিবের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা। প্রেসিডেন্ট আব্বাস এ উদ্যোগকে বিষ মিশ্রিত ছুরি দিয়ে আরব ভাইদের বুকে ছুরিকাঘাতের সঙ্গে তুলনা করে বলেছেন আসন্ন আরব লীগের সম্মেলনে এ ব্যাপারে আরব দেশগুলোকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়