শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের হোসে গায়ার গোলে জয়বঞ্চিত জার্মানি

স্পোর্টস ডেস্ক : [২] জয় নিশ্চিত জেনেই খেলার অন্তিম লগ্নে যেনো একটু ঢিলেমি ভাব ছিলো জার্মানির খেলায়। সেই সুযোগেই স্পেন থাবা বসিয়ে দিলো জার্মানির উপর। তাদের জয়টা নাটকীয়ভাবেই ছিনিয়ে নিল স্পেন। ম্যাচের নির্ধারিত সময় পার হওয়ার পর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে হোসে গায়া গোল করে নেশনস লিগের প্রথম ম্যাচে দলের হার এড়াতে সাহায্য করেছেন। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে দুই দলের প্রথম ম্যাচটা তাই শেষ পর্যন্ত ড্র হলেও রোমাঞ্চই ছড়িয়েছে।

[৩] ম্যাচের শুরুতেই বড় এই দুদলের মাঝে তেমন একটা ছন্দ ছিল না। তবে এক পর্যায়ে আধিপত্য বিস্তার করে জার্মানি। প্রতিপক্ষের রক্ষণদূর্গে মূর্হমূহ আক্রমণ শানায় স্বাগতিকরা। যদিও ম্যাচের ১১ মিনিটে দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। টনি ক্রুসের ক্রস থেকে ভেরনারের দুর্দান্ত হেড রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক।

[৪] তবে ফুটবল মানেই তো গোলের খেলা। সেই গোল না হলে জমবে কি আর খেলা? তিন মিনিট পরই জার্মান গোলরক্ষককে একা পেয়েও গোলের সহজ সুযোগ নষ্ট করে বসেন স্প্যানিশ ফরোয়ার্ড রদ্রিগো। শুধু তাই নয় প্রথমার্ধের শেষদিকে ব্যর্থতার পরিচয় দেয় রামোস বাহিনী। যদিও কেউই জালের ঠিকানা খুঁজে না পাওয়ায়, প্রথমার্ধ থাকে গোলশূন্য।

[৫] বিরতির পরও দাপুটে ফুটবল খেলে জার্মানরা। ৫১ মিনিটে ডেডলক ভাঙ্গে লোর শিষ্যরা। রবিন গোজেন্সের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন চেলসি ফরোয়ার্ড টিমো ভেরনার।

[৬] সাত মিনিট পরই সমতায় ফিরতে পারতো এনরিকের দল। যদি না রদ্রিগোর শট ক্রসবারে ছুঁয়ে যেতো। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় টিমো-সানেরা। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে লুইস গায়ার নাটকীয় গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়