শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাবজিসহ অ্যাপ নিষিদ্ধের সমালোচনায় চীন

ডেস্ক রিপোর্ট: পাবজিসহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার ভারতীয় সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে ভারতকে নিজেদের ভুল শোধরানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার ভারত এই অ্যাপগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জাও ফেং জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্তের ফলে বড় ক্ষতির মুখে পড়তে হবে চীনকে। কারণ, এই অ্যাপগুলির মধ্যে অনেক অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কম নয়। ফলে সেইসব অ্যাপে বিনিয়োগের পরিমাণও বেশি।

তিনি আরও বলেন, কোনও রকমের আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। এটি তাদের বড় ভুল। এই ভুল শুধরে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

এই অ্যাপগুলির মধ্যে গেমিং অ্যাপ পাবজির ডাউনলোডের দিকে এক নম্বরে রয়েছে ভারত। প্রায় সাড়ে ১৭ কোটি ভারতীয় এই অ্যাপ ডাউনলোড করেছেন যা গোটা পৃথিবীতে ব্যবহারকারীর ২৪ শতাংশ। এর আগে টিকটকসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। অর্থাৎ জুন মাস থেকে এখনও পর্যন্ত ১৭৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল দিল্লি।

টেনসেন্ট, আলিবাবার মতো বড় কোম্পানির বিনিয়োগ রয়েছে এইসব অ্যাপে।

ভারতীয় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং। তিনি প্রশ্ন তুলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর চীনের জন্য হুমকি নন, তাহলে কেন পাবজি ভারতের জন্য হুমকি হবে? সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়