তাপসী রাবেয়া : [২] হাছান মাহমুদ আরও বলেন, শেখ হাসিনাকে ‘মাইনাস’ করাই ১/১১ সরকারের মূল উদ্দেশ্য ছিল। আর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা ছিলো লোক দেখানো।
[৩] এর আগে, ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। ওইদিনই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।
[৪] ১/১১ সরকারের উদ্দেশ্য ছিল- খালেদা জিয়াকে মাইনাস করা। এখনও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে, মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে ১/১১ সরকার এসেছিল বিএনপি সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসনের কারণেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওয়া ভবন সৃষ্টি করে সমান্তরাল সরকার পরিচালনা করা হয়। সেটির পরিপ্রেক্ষিতে এক এগারো সৃষ্টি হয়েছিল।
[৫] মন্ত্রী বলেন, সাধারণ মানুষের আন্দোলন ও শেখ হাসিনার দৃঢ় মনোভাবের জন্য তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। একইসঙ্গে খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন।
[৬] হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশে আগে এমন ঘটেনি। প্রশাসনিক আদেশে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ৬ মাসের জন্য মুক্তি দিয়েছেন। এখানে সরকার খালেদা জিয়ার প্রতি যে মহানুভবতা দেখিয়েছে, আর তারা যেভাবে মানুষের প্রতি হিংস্রতা দেখিয়েছে দুইটাই তুলনাহীন।
[৭] বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী। সম্পাদনা : রায়হান রাজীব