শিরোনাম

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারীতে আরও ৪৭ মিলিয়ন নারী দারিদ্রের দিকে ধাবিত হচ্ছে: জাতিসংঘ

সিরাজুল ইসলাম: [২] কয়েক দশকে নারী ও পুরুষের মধ্যে তৈরি হওয়া সমৃদ্ধির ভারসাম্যে ফাঁরাক তৈরি হবে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি। বুধবার এ সতর্কতা জারি করা হয়। আলজাজিরা

[৩] কোভিডের কারণে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাব সাহারা আফ্রিকা ও লাতিন আমেরিকায় আরও অনেক নারী ও পুরুষ দারিদ্রের কবলে পড়বে। এরই মধ্যে বিপুল মানুষ সেখানে চাকরিচ্যুত হয়েছে।

[৪] জাতিসংঘের নারী বিষয়ক প্রধান ফুমজিলে ম্ল্যামবো-ন্যাগুকা বিবৃতিতে বলেন, সমাজ ও অর্থনীতিতে নারীদের অতিদারিদ্র্য বৃদ্ধি পাওয়ায় গভীর ক্ষত সৃষ্টি করছে। পুরুষের তুলনায় নারীরা বেশি চাকরিচ্যুত হয়েছে। নারীরা সাধারণত বিক্রয় প্রতিনিধি, রেঁস্তোরা ও হোটেলে কর্মরত। করোনায় এ খাত সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

[৫] আবার অনেক নারী অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক খাত যেমন গৃহকর্মী, পরিচ্ছন্নকর্মীর মতো বিভিন্ন পেশায় কর্মরত। তারা সার্ভিস বেনিফিট ও স্বাস্থ্য সুবিধা পায় না। সাধারণত নারীরা পরিবারের যত্ন নেয়। তারা কম আয় করে; কম সঞ্চয় করে। তারা সাধারণত অনিরাপদ চাকরি করে।

[৬] কোভিডের কারণে গত জুন নাগাদ ৭০ শতাংশ নারী চাকরি হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন (আইএলও)।

[৭] কোভিডের কারণে মোটের ওপর এ বছর আরও ৯৬ মিলিয়ন মানুষ অতিদরিদ্র হবে। তাদের অর্ধেক নারী ও কন্যা শিশু। প্রতিদিন ১.৯০ ডলার বা এর চেয়ে কম অর্থে জীবনযাপন করছে ৪৩৫ মিলিয়ন মানুষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়