শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে পিতৃপরিচয়হীন নবজাতককে হত্যার অভিযোগে ‘মা’সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সিরাজুল ইসলাম: [২] মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে পিতৃপরিচয়হীন এক নবজাতককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে গোপনে লাশ কবরস্থানে পুঁতে রাখার অভিযোগে মা মনি আক্তারসহ (৩০) পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বাদী হয়ে মানিকগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ আহম্মেদ এর আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হচ্ছেন- বিলকিস আক্তার (৪৫), শহিদুল ইসলাম (৫০), রিপন (২৮) ও বিপ্লব (৩০) । শুনানি শেষে বিচারক মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

[৪] মামলার বাদী তার আরজিতে উল্লেখ করেন, ১নং আসামি মনি আক্তার অন্যান্য আসামিদের সহায়তায় নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপ করে থাকে। এসবের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ মার্চ জেলা পুলিশ সুপার বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। তার পরও তাদের অপকর্ম অব্যাহত থাকায় মনি আক্তার অবৈধ গর্ভধারণ করে। গত ২০ আগস্ট দিবাগত রাতে মনির গর্ভের সন্তান ভূমিষ্ট হয়।

[৫] বিষয়টি ধামাচাপা দিতে আসামিরা পরস্পর যোগ-সাজশে নবজাতককে হত্যা করে চাপরাইল কবরস্থানে পুঁতে রাখে। এলাকাবাসীর মধ্যে বিষয়টি জানাজানি হলে নবজাতকের ভূমিষ্টসহ পুঁতে রাখার বিষয়টি নিশ্চিত হয়ে এ মামলা দায়ের করা হয় বলে বাদী তার আরজিতে উল্লেখ করেন।

[৬] বাদী পক্ষে মামলাটি শুনানি করেন অ্যাডভোকেট শেখ মেহেদী হাসান।

[৭] এদিকে মামলার ৪ নং আসামি রিপন বলেন, নিহত নবজাতক জনৈক টিপুর ঔরষজাত সন্তান। তার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মৃত্যু সনদ রয়েছে। স্থানীয় মসজিদের ঈমাম ছুটিতে থাকায় ওই হাসপাতালেই জানাজা সম্পন্ন করার পর দাফন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়