শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ চোখ লাল, এটা কোভিড-১৯ এর লক্ষণ নয় তো ?

ডেস্ক রিপোর্ট : এমনিতেই আবহাওয়ার পরবর্তন। সেইসঙ্গে সারাবিশ্বে তাণ্ডব চালানো ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের দেশেও কম নয়। এই সময় দেখা দিচ্ছে নতুন নতুন রোগ ব্যাধি। হাঁচি, সর্দি, কাশি শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ ছাড়াও সংক্রমিত ব্যক্তির শরীরে দেখা দিচ্ছে নতুন ধরনের উপসর্গ।
আবার স্বাদ ও গন্ধের অনুভূতি না থাকা,হাত- পায়ের পাতায় ফোসকা পড়া, পায়ের আঙুলে র‍্যাশ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন অন্য কথা। এগুলো ছাড়াও আরো কিছু উপসর্গ দেখা দিয়েছে কোভিড-১৯ রোগীদের। তাদের দাবি, চোখও সংক্রমিত হতে পারে করোনাভাইরাসে। চোখ কনজাঙ্কটিভাইটিসের মতো লাল হয়ে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। গবেষকেরা এর নাম দিয়েছেন পিংক আই।

জানেন কি এই রোগের সম্পর্কে? কনজাঙ্কটিভাইটিস হচ্ছে চোখের এক ধরণের রোগ। আমাদের চোখের সাদা অংশের উপরে যে পাতলা একটি আবরণ থাকে তাকে বলা হয় কনজাংটিভা। কোনো কারণে চোখের এই অংশে প্রদাহ হলে তাকে কনজাঙ্কটিভাইটিস বলা হয়। সাধারণত আমরা এই অসুখকে ‘চোখ ওঠা’ নামে চিনি। অ্যালার্জি, ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে চোখের সাদা অংশটি লাল হয়ে যায়, পানি পড়ে এবং চোখ চুলকাতে থাকে। এছাড়াও চোখ ও মাথায় যন্ত্রণা হতে পারে এ কারণে।

বিশেষজ্ঞরা বলছেন, চোখ হতে পারে করোনা ভাইরাস সংক্রমণের পথ। কোনো সংক্রামিত ব্যক্তি হাত দিয়ে চোখ ঘষে পরে সেই হাত দিয়ে অন্য কাউকে স্পর্শ করলে ভাইরাস সেই ব্যক্তির শরীরে প্রবেশ করবে। সংক্রমিত ব্যক্তির চোখের পানি যদি কোনোভাবে অন্য কেউ স্পর্শ করে এবং চোখে, মুখে বা নাকে লাগিয়ে ফেলেন, তাহলেও সংক্রমিত হওয়ার ভয় থাকে।

হঠাৎ যদি চোখ লাল হয়ে যায়। তাহলে সতর্ক হোন। জেনে নিন এসময় যা করবেন-

> দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

> এছাড়া চোখে হাত দেয়ার প্রয়োজন হলে অবশ্যই হাত ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেবেন। স্পর্শ করার পরেও একইভাবে হাত পরিষ্কার করবেন।

> বাইরে গেলে মাস্কের সঙ্গে এখন চশমা পড়া আপনার জন্য বাধ্যতামূলক। চশমা আপনাকে ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেবে।

> চোখে যে চশমা ব্যবহার করেন, তা নিয়মিত পরিষ্কার করুন।

> চোখে ড্রপ ব্যবহার করলেও ব্যবহারের আগে ও পরে হাত ধুয়ে নেবেন।

> নিজের ব্যবহার্য কোনো কিছু অন্যকে দেবেন না। সেইসঙ্গে অন্যের ব্যবহার করা কোনো কিছু ব্যবহার করবেন না।

> বিছানাপত্র নিয়মিত পরিষ্কার করুন। বিছানার চাদর, বালিশের কভার সপ্তাহে অন্তত দুইবার ধোয়ার ব্যবস্থা করুন।

সূত্র : ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়