শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে প্রান্তিক কৃষকের দু’বিঘা জমির পেয়ারা বাগান কেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা

জামাল হোসেন : [২] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুর মাঠে এক প্রান্তিক কৃষকের দু’বিঘা জমির পেয়ারা বাগান অজ্ঞাত দুর্বৃক্তরা কেটে সাবাড় করেছে।

[৩] ঘটনাটি মঙ্গলবার ঘটলেও পেয়ারা চাষি হারুন অর-রশিদ জাানতে পারেন বৃহস্প্রতিবার (৩ সেপ্টেম্বর) সকালে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

[৪] জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত হাকিম সরকারের ছেলে হারুন অর-রশিদ (৫৫) বলেন, আমি আমার বাড়ির অদুরে দু’বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা বাগান গড়ে তুলি। এক বছরের মাথায় বর্তমানে প্রতিটি গাছে গাছে ভরপুর ফল- ফুল ধরেছে। পেয়ারা বাজারজাত করা গেলে ভালো আয় করা সম্ভব হতো। কিন্তু মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃক্তরা দু’বিঘা জমির সবগুলো গাছ কেটে সাবাড় করে দেয়। প্রতিটি পেয়ারা গাছ বাঁশের শলা দিয়ে বাঁধা থাকায় দুর্বৃক্তরা গাছের নিচ থেকে কেটে দিলেও গাছ খাড়া থাকার কারনে প্রথমদিকে ব্যাপারটি টের পাইনি। তবে বৃহস্প্রতিবার সকালের দিকে গাছগুলো নেতিয়ে পড়ায় আমার সন্দেহ হয়। পরে দেখি যে প্রতিটি পেয়ারা গাছের গোড়া কেটে দেয়া। আমি তা দেখে হতবাক। এলাকায় আমার তো কোনো শত্রু নেই। তাহলে গাছগুলো কাটলো কারা? ঘটনার ব্যাপারে আমি অনুসন্ধান করি। কিন্তু কারা ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি জীবননগর থানায় একটি জিডি করেছি।

[৫] হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আব্দুল গনি বলেন, ঘটনাটি আমি শোনার পর সরজমিনে জমিতে যাই এবং বাগানের সমস্ত গাছগুলো কাটা দেখি। তবে ঘটনা যারাই ঘটাক,তাদেরকে মানুষ বলা যাবে না। ঘটনাটি নির্মম ও অমানসিক। এমন ঘটনা মেনে নেয়া যায় না। আমার জানামতে হারুন অর-রশিদ একজন ভালো মানুষ। এলাকায় তার সাথে কারো বিরোধ আছে তা কেউ বলছে না। তাহলে কেন এমন শত্রুতা?

[৬] জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক হারুন অর- রশিদ একটি জিডি করেছেন। ঘটনার ব্যাপারে পুলিশ অনুসন্ধান চালাবে। তবে ঘটনাটি দুঃখজনক। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়