খোরশেদ আলম: [২] শেরপুরের ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী (৮০) নামে ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ১ জন।
[৩] আশরাফ আলী উপজেলার সদর বাজারের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৭ আগস্ট আশরাফ আলীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।
[৪] আইসোলেশনে থাকা অবস্থায় ২ সেপ্টেম্বর বুধবার তার মৃত্যু হয়। এছাড়া উজ্জল চন্দ্র চাকী নামে আরও ১জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী