শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম এখনো ব্যাটিং সমস্যায় কোচ সিডন্সের পরামর্শ নেন

নিউজ ডেস্ক: [২] ক্যারিয়ারের শুরুতে বিস্ফোরক ব্যাটিং করে নিজের জাত চিনিয়েছিলেন তামিম ইকবাল। শুরুটা ভালো হলেও পরবর্তীতে ধারাবাহিক থাকতে পারেননি এই ওপেনার। কিন্তু ২০০৭ সালে জেমি সিডন্স দায়িত্ব নেওয়ার পর থেকে খারাপ সময় কাটিয়ে উঠতে থাকেন তামিম।

[৩] বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে যে কয়েকজনের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে তার মধ্যে জেমি সিডন্স অন্যতম। দায়িত্ব নেওয়ার পর টাইগারদের ব্যাটিং লাইন আপটাই বদলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ।

[৪] ক্রিকেট সংশ্লিষ্টরা বরাবরই বলে থাকেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের আজকের অবস্থানে আসাতে জেমির বড় অবদান। আর তাই তামিম ইকবালের চোখে এখনো সেরা কোচ সিমন্স।

[৫] সম্প্রতি অনলাইন ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে তামিম জানান, ‘২০০৭ সালে বাংলাদেশের কোচ ছিলেন জেমি সিডন্স। আমি কাজ করেছি, এমন কোচদের মধ্যে আমি তাকে সেরা ব্যাটিং কোচ হিসেবে মনে করি। তিনি ছিলেন অসাধারণ। এখনো আমার ব্যাটিংয়ে কোনো সমস্যা হলে তার পরামর্শ নেই।’

[৬] ‘যদিও আমাদের সম্পর্কের যাত্রার শুরুটা ভালো ছিল না। আমার মনে হয়, প্রথম যখন তিনি আমাকে দেখেন, তখন আমাকে পছন্দ করেননি। দলে তখন তিনজন ওপেনার।

[৭] তাই আমি আগেই ভেবে রেখেছিলাম, আমি দলে সুযোগ পাচ্ছি না।’ পরে আমার কিছু ব্যাটিং টেকনিক ঠিক করে দেন তিনি। এবং আমাকে দলে সুযোগ দেন।

[৮] ২৮শে অক্টোবর, ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে সিডন্সের নাম ঘোষণা করা হয়। চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শেষে বাংলাদেশ ত্যাগ করেন এই গুণী কোচ। -ক্রিকট্রেকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়