শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাহিদা মতো টাকা পরিশোধ করলেই চুরি যাওয়া মিটার দেয় প্রতারক চক্র

মো, রাইসুল : [২] সিরাজগঞ্জের কামারখন্দে অস্বাভাবিক হারে বেড়েছে পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার ও মিটার চুরি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক, চাল কল মালিক ও কৃষকেরা। মিটার চুরির পর সংযোগ স্থলের পাশে রেখে যাওয়া বিকাশ নম্বরের মাধ্যমে প্রতারকদের চাহিদা মতো টাকা পরিশোধ করলেই কোথায় আছে চুরি যাওয়া মিটার বলে দেয় প্রতারক চক্র।

[৩] সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় কামারখন্দ সাব জোনাল অফিসের তথ্য মতে, গত ৮ মাসে উপজেলার বিভিন্ন স্থানের ৮টি পৃথক ঘটনায় ১৩ টি ট্রান্সফর্মার ও ১৭টি শিল্প ও সেচের থ্রী ফেইস মিটার চুরির ঘটনা ঘটেছে।

[৪] সোমবার রাতে জামতৈল ও কর্ণসূতি গ্রামে ১১টি শিল্প ও সেচের মিটার চুরির ঘটনা ঘটে। গ্রাহকেরা প্রতারকদের বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে উদ্ধার করেছে চুরি যাওয়া মিটার গুলো। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে একাধিক বার থানায় এফআইআর এর জন্য আবেদন করেও কোন সুফল মেলেনি। এসব ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হয়নি চুরি যাওয়া ট্রান্সফর্মার ও মিটার, গ্রেফতার হয়নি প্রতারক চক্রের কোন সদস্য।

[৫] জামতৈল গ্রামের ভুক্তভোগী গ্রাহক আব্দুস সাত্তার জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে পাম্পের কাছে গিয়ে দেখি আশেপাশের সকল মিটারে বিদ্যুৎ সংযোগ থাকলেও আমার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ নেই। পরে বিদ্যুতের সংযোগে স্থলে গিয়ে দেখি মিটার নেই। কিন্তু সেখানে একটি কাগজে প্রতারক চক্রের দেয়া মিটার নম্বর ও তাদের মোবাইল নম্বর দেয়া আছে। পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগ করা হলে টাকা ছাড়া মিটার দেয়া হবে না বলে জানানো হয়। পরে তাদের দেয়া বিকাশ নম্বরে টাকা দিলে মিটারের সন্ধান মেলে।

[৬] একই এলাকার চাল কল মালিক রাজা হোসেন জানান, আমার আশেপাশের চাল কলের চারটি মিটার চুরির পর প্রতারক চক্রের সদস্যদের ৮হাজার টাকা দিয়ে মিটারের সন্ধান পেয়েছি। এ বিষয়টি নিয়ে আমাদের চাল কল মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

[৭] সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) কামরুজ্জামান জানান, পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার ও মিটার চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিষয়টি নিয়ে কামারখন্দ থানায় একাধিকবার এফআইআর এর জন্য আবেদন করেও এখন পর্যন্ত ট্রান্সফর্মার উদ্ধার ও এসব ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ট্রান্সফর্মার ও মিটার চুরির ঘটনা দিন দিন বাড়ছে।

[৮] কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রান্সফর্মার ও মিটার চুরির ঘটনা শুধু কামারখন্দ থানায় নয়। একটি সংঘবদ্ধ চক্র এমন ঘটনা সিরাজগঞ্জের বিভিন্ন থানায় ঘটাচ্ছে। আমরা এই চক্রটিকে গ্রেফতারে চেষ্টা করছি। সাধারণ মানুষ এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না। যারা পল্লী বিদ্যুতে কাজ করে এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তিরাই এই ধরনর কাজ করতে পারে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে চক্রটিকে গ্রেফতার করতে পারবো। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়