শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাময়িক সনদ মেয়াদ উত্তীর্ণ ৭১টি বিশ্ববিদ্যালয়, অনবায়নযোগ্য ৪১

শরীফ শাওন: [২] বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্র জানায়, গত ৩১ জুলাই পর্যন্ত এসকল বিশ^বিদ্যালয়ের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যক্রম পরিচালনা করছে ৯৬টি। নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় ৪১ প্রতিষ্ঠান নবায়নের আবেদনযোগ্যতা হারিয়েছে।

[৩] বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, অনুমোদনের ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। প্রথম সাত বছর সাময়িক সনদ ও পরবর্তী সর্বোচ্চ পাঁচ বছর নবায়নের মাধ্যমে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করা যাবে। এরপর নতুন করে নবায়ন আবেদনের সুযোগ থাকবে না। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ন্যূনতম এক একর এবং অন্যান্য এলাকায় কমপক্ষে দুই একর অখÐ জমি থাকতে হবে।

[৪] সচল বিশ্ববিদ্যালয়গুলের মধ্যে সাতটি প্রতিষ্ঠান নবায়নের আবেদন করেছে। তিনটি প্রতিষ্ঠান স্থীয়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়েছে। ২৬টি প্রতিষ্ঠানের সাময়িক মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। তবে, ৩৫টি বিশ^বিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পুরো বা আংশিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। স্থায়ী ক্যাম্পাসে যেতে গড়িমসি করছে ৩৫টি বিশ^বিদ্যালয়।

[৫] ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, অনেকেই নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। অনেক প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস দুরে থাকায় ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও অনেকে গড়িমসি করছে। করোনা মহামারির কারণে এসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। আশা করি দুই-তিন মাসের মধ্যে সমস্যা কেটে যাবে। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করব।

[৬]বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন বলেন, মহামারিতে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত। এখন অর্থণীতি পুনরাদ্ধারে ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইউজিসির জোর দেয়া উচিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়