শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের বরখাস্ত করলেন বাদশাহ সালমান

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে অনেক দিন ধরেই চলছে ‘কথিত’ দুর্নীতিবিরোধী অভিযান। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর এই অভিযানের অংশ হিসেবে এবার বরখাস্ত করা হলো শীর্ষ দুজন প্রতিরক্ষা কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজনকে। শীর্ষ ওই দুই কর্মকর্তা রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য। ধারণা করা হচ্ছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা লাভের পথ সুগম করতেই এই বরখাস্তের ঘটনা।

বার্তাসংস্থা এএফপি ও বিবিসির প্রকাশ করা তথ্য অনুযায়ী, সোমবার বরখাস্তের ডিক্রিতে স্বাক্ষর করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বরখাস্ত করা হয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডার প্রিন্স ফাহাদ বিন তুরকিকে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফাহাদের ছেলে ডেপুটি গভর্নর আবদুল আজিজ বিন ফাহাদকেও।

যাদেরকে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে আনা হয়েছে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ। তবে বিশ্লেষকরা বরাবরই কথিত এই দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তারা বলছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ক্ষমতা সুসংহত করার জন্য যা যা প্রয়োজন তাই করছেন এই দুর্নীতিবিরোধী অভিযানের আড়ালে।

এর আগেও কয়েক দফায় অভিযানের নামে রাজপরিবারের সদস্য, মন্ত্রী, ব্যবসায়ীদের আটক করা হয়েছে। বাবা সালমানকে দিয়ে এসব আদেশ জারি করাচ্ছেন ছেলে বিন সালমান, এমনটা প্রায় নিশ্চিত করেই বলছেন বিশ্লেষকরা। এমনকি তার পথের কাঁটা দূর করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ আছে যুবরাজ সালমানের বিরুদ্ধে।২৪লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়