শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে অপহরণ চক্রের ২ জন সদস্য আটক

সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাচাইখাঁ এলাকায় সোমবার দিবাগত রাতে ঘটিকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ২ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। আটককরা হলেন- মো. সজিব আহম্মেদ ওরফে সজিব (২৪) ও মো. নুরে আলম ওরফে নুরা (২৪)। তাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে আদায়কৃত ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

[৩] র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. সুমিনুর রহমান বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায়। তারা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় অপহরণ কার্যক্রম চালাচ্ছে। অপহরণ করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করে থাকে।

[৪] র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সোমবার নারায়ণগঞ্জের কালিয়া আলমবাদ এলাকার কাঞ্চন ব্রীজ রোড থেকে সিএনজির গতিরোধ করে দেশীয় অস্ত্র ধরে যাত্রীকে কাছে থেকে ১০ হাজার টাকা নিয়ে হাত-পা ও চোখ বেঁধে গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে মারধর করাসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করে ও তার মোবাইল দিয়ে পরিবারের কাছে মুক্তিপণের জন্য ১ লাখ টাকা দাবি করে অপরহরণকারীরা।

[৫] মো. সুমিনুর রহমান বলেন, ভীত সন্ত্রস্ত অপহৃতদের ভাই অপহরণকারী দেয়া মোবাইল ন¤¦রে ১০ হাজার টাকা বিকাশ করে এবং বাকী টাকা নগদে পরিশোধ করার কথা জানায়। এরপর অপহরণকারীরা ভিকটিমকে সিএনজিতে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে এবং প্রসাশনকে না বলার জন্য ভয়ভীতি ও হুমকি দেয়।

[৬] তিনি আরও জানান, এ ঘটনায় ভিকটিমের ভাই র‌্যাব-১১ বরাবর একটি অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরধারীর মাধ্যমে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়।

[৭] আটকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়