শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামে দুই বাক-প্রতিবন্ধী ভাইয়ের লাশ উদ্ধার

সৌরভ ঘোষ : [২] কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর দুই বাক-প্রতিবন্ধী সহোদর ভাইয়ের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার সময় সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে মারুফ (১০) ও মামুন (৮) নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে প্রতিবেশিরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু দুটির মা আখি বেগম শোকে পাথর হয়ে গেছে।

[৩] মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবুল জানান, সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে দুই বাক প্রতিবন্ধী ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে এলাকাবাসী রাতে মাইকিং করে। পরে বিভিন্নভাবে খুঁজেও তারা ব্যর্থ হয়। পরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ শেষে বাড়ি ফিরতে গিয়ে পুকুরের মধ্যে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।

[৪] দুই বাক প্রতিবন্ধী সন্তানের মা আখি বেগম জানান, তার দুটি ছেলে এবং একটি মেয়ের সবাই বাক প্রতিবন্ধী। পর পর তিন প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ার কারণে তাদের বাবা বেলাল হোসেন তিন বছর আগে নিরুদ্দেশ হয়। এরপর থেকে পরিবারের সাথে তিনি কোন যোগাযোগ রাখেনি। ভূমিহীন আখি বেগম অনেক কষ্ট করে তিন সন্তানকে মানুষ করছিলেন। তিনি মোগলবাসা থেকে কুড়িগ্রাম শহরের একটি ডায়াগণস্টিক সেন্টারে আয়ার কাজ করেন। সোমবার বিকাল ৪টার সময় অফিস থেকে বাড়ি ফেরার পথে দু’ছেলের নিখোঁজের খবর পেয়ে পাগল প্রায় হয়ে গেছেন।

[৪৫] ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, ঘটনাটি শুনেছি। আপন সহোদর বাক প্রতিবন্ধী দুই ভাই অসাবধানতাবশত: পুকুরে পরে মারা যেতে পারে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়