শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোয়েব আখতার বললেন, বাবর আজম যেন পাকিস্তানের হারিয়ে যাওয়া গরু

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৫ রান করেও ম্যাচ হেরেছে পাকিস্তান। পাকিস্তানের এই হারে নজরে এসেছে অধিনায়ক বাবর আজমের দ্বিধাগ্রস্ত অবস্থায় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত। দলের অধিনায়কের এমন অসহায় নিবেদন ভালো লাগেনি পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শোয়েব।

[৩] এই ম্যাচে যেন নেতৃত্বই দিতে পারছিলেন না বাবর। তাকে বারবার পরামর্শ দিতে আসে শোয়েব মালিকসহ দলের অন্যান্য ক্রিকেটাররা। একেক জনের এক এক রকম পরামর্শের কারণে সিদ্ধান্ত নিতে খুব দ্বিধায় ভুগছিলেন বাবর।

[৪] এই ব্যাপারে শোয়েব বলেন, বাবর আজমকে আমার দেখে মনে হয়েছে সে হারিয়ে যাওয়া গরু। মাঠে কী সিদ্ধান্ত নেবে কিছুই সে বুঝতে পারছিল না। ভালো অধিনায়ক হতে হলে তাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। বাবরকে বুঝতে হবে যে সুযোগগুলো তার সামনে আসছে সেগুলো বারবার আসবে না। এসব সিদ্ধান্তের বেশিরভাগ সফল করতে হবে।

[৫] ডেভিড মালান এবং ইয়ন মরগানের ঝড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্যও মামুলি হয়ে দাঁড়ায় ইংলিশদের জন্য। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এই দুই ব্যাটসম্যানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটের সহজ নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

[৬] দলের দুর্বল মনোবল নিয়ে শোয়েব আরও বলেন, পাকিস্তান দল জৈব সুরক্ষিত পরিবেশে খেলছে অথচ ওরা নিজেরাই সুরক্ষিত না। ওরা কীভাবে ভালো মানের ক্রিকেট খেলবে বা ভালো মানের অধিনায়কত্ব করবে এই ব্যাপারে তাদের কোনও ধারণা নেই। দ্বিধাগ্রস্ত দল নির্বাচন, দ্বিধাগ্রস্ত ম্যানেজমেন্ট, দ্বিধাগ্রস্ত অধিনায়ক, দ্বিধাগ্রস্ত দল এবং সবকিছুই মধ্যে এদের দ্বিধা আছে। এভাবে কোনও দল গড়ে ওঠে না। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়