শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেরুজালেমে নিজেদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা

লিহান লিমা: [২] ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে চার বেডরুমের বাড়ি করে সেটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে বাধ্য হয়েছেন ফিলিস্তিনের আলা বোরখান। পূর্ব জেরুজালেমের ইসরায়েলি আদালত এটিকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেয়ার নির্দেশ দেয়। আরব নিউজ

[৩] ইসরায়েলের কাছ থেকে নির্মাণের অনুমতি না থাকলে পূর্ব জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ওঠানো বাড়ি গুড়িয়ে দিতে বাধ্য করে ইসরায়েলি কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস (ওসিএইচএ) বলছে, ‘বাড়ি তৈরির জন্য অনুমতি নেয়ার বিষয়টিই ভুয়ো। এমনভাবে বিধি-নিষেধ তৈরি করে রাখা হয়েছে যাতে ইসরায়েলি আইনত কোনো ফিলিস্তিনি বসতি স্থাপনের অনুমোদন না পান।’

[৪] বোরখান বলেন, ‘আমি আইনী ফি ও জমি জরিপের জন্য ৭৫ হাজার শেকেল ব্যয় করেছি। সিটি হলে অনুমতির জন্য আবেদন করেছি কিন্তু কোনো লাভ হয় নি। চার বছর ধরে ৮ লাখ শেকেল ব্যয় করে আমি এই বাড়ি তৈরি করেছি। তা নিজের হাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে আমার হৃদয় ভেঙ্গে যাচ্ছে।’ বোরখান এখন পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে উঠেছেন।

[৫] সিটি হলের তথ্য মতে, এ বছরেই পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ৪৪টি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

[৭] ১৯৬৭ সালের ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেমে দখলদারী চালিয়ে আসছে। এখানে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি ও ২ লাখ ইহুদিদের বাস। ফিলিস্তিনিরা গাদাগাদি করে সংকীর্ণ স্থানে বসবাস করছেন। তাদের চলাফেরার স্থানও সীমিত। ওসিএইচএ জানায়, পূর্ব জেরুজালেমের মাত্র ১৩ শতাংশ জায়গায় ফিলিস্তিনি বসতি রয়েছে। ৩৫ শতাংশ জায়গায় ইসরায়েলি বসতি স্থাপন করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়