শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁঁধ নির্মাণ ও ভরাট কাজে টপসয়েল ব্যবহার করবেন না: মতিয়া চৌধুরী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের এই সভাপতি মন্ডলীর সদস্য আরও বলেন, নদী ভাঙ্গনে পাড় মেরামত, বাঁধ নির্মাণ, ইটভাটা ও ভরাট কাজে ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলের ফলন ও মাটির উর্বরতা কমে যাচ্ছে। এসব কাজে নদী খনন করা মাটি ব্যবহার করুন।

[৩] তিনি বলেন, কৃষি জমির জন্য পানি খুব জরুরী। পানি বেশি হলেও সমস্যা। আবার কম হলেও সমস্যা। পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, গোমতী, শীতলক্ষাসহ অনেক নদী আছে, নাব্য কমে গেছে। ফলে ভাঙ্গন দেখা দিচ্ছে।

[৪] সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

[৫] অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, নদী ভাঙ্গনের স্থায়ী সমস্যা সমাধানে সরকার কাজ করছে। ১৬০০ কিলোমিটারের বেশি বাঁধের মধ্য ১/২ কিলোমিটার ভাঙ্গনে পড়েছে। প্রকল্প শেষ হলে নদী ভাঙ্গনে স্থায়ী সমাধান হবে।

[৬] আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির চেয়ারম্যান হোসেন মনসুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মো. আবদুস সবুর, বুয়েটের পুরকৌশল এম মনোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান প্রমুখ। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়