শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি মারা গেছেন

জেরিন আহমেদ: [২] সোমবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল।

[৩] গত তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন প্রণব মুখার্জি।চিকিৎসকরা জানিয়েছেন, রোববারের চেয়ে আজ সোমবার তার শারীরিক পরিস্থিতি কিছুটা খারাপ ছিল। তিনি গভীর কোমায় ছিলেন।

[৪] সেনা হাসপাতালের তরফে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, ফুসফুস সংক্রমণের জেরে তার সেপটিক শক দেখা দিয়েছিল। চিকিৎসকের দল এবং বিশেষজ্ঞরা ব্যাপক চেষ্টা চালিয়েছেন। ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি।

[৫] গত গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।আর এ আঘাতের কথা টুইটেও জানান তিনি।

[৬] তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়ায় গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই ছিলেন তিনি।কলকা্তা২৪

[৭]  ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন। ৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।

[৮] ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি। জি নিউজ

[৯] ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিক প্রণব মুখার্জি। বিবিসি নিউজ

[১১] ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রভাবশালী নেতা ছিলেন তিনি। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এর আগে তিনি ভারতের অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিবিসি

[১২]  ১৯৬৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন প্রণব মুখোপাধ্যায়। তার আগে কাজ করেছেন শিক্ষক এবং সাংবাদিক হিসাবে। কংগ্রেসে যোগ দেওয়ার পরে মন্ত্রী হন ১৯৭৩ সালে।

[১৩] আশির দশকের মাঝামাঝি সময় একবার কংগ্রেস থেকে বিতাড়িতও হন। তবে ফিরে আসেন ১৯৮৯ সালে।

[১৪] বীরভূমের কীর্ণাহারের কাছই মিরাটি গ্রাম। গ্রামে মুখোপাধ্যায় বাড়ির পুজো অনেক পুরোন। বাড়ির সদস্য কামদাকিঙ্কর মুখপাধ্যায় বহু বছর স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছেন। জেলবন্দি ছিলেন দশ বছর। সেই কামদাকিঙ্করের ছেলেই প্রণব মুখোপাধ্যায়। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর যাঁর জন্ম। বিবিস, সিএন নিউজ

[১৫] ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পর ২০১৩ সালে বাংলাদেশ সফরে এলে স্বামীর সঙ্গে শুভ্রা মুখার্জি নড়াইলে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়