মনিরুল ইসলাম: [২] মো: ফজলে রাব্বী মিয়া বলেন, এছাড়া বজ্রপাত নিরসনে বৃক্ষরোপণ প্রয়োজন ।
[৩] তিনি বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি বৃক্ষের সঠিক পরিচর্যা ও বেড়ে ওঠার জন্য মনিটরিং কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
[৪] ডেপুটি স্পীকার আরও বলেন, সরকার বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রচার করে আসছে। তিনি এই সম্প্রচার কার্যক্রম আরো ব্যাপকভাবে প্রচারের জন্য গুরুত্বারোপ করেন।
[৫] মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে সোমবার সকালে বৃক্ষরোপণ শেষে এসব কথঅ বলেন তিনি।
[৬] শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে একটি জয়তুন গাছের চারা রোপণ করে বলেন, পরিবেশ রক্ষার জন্য, বায়ু দূষণের হাত থেকে রক্ষার একমাত্র উপায় বৃক্ষরোপণ।
[৭] বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন সংসদ সদস্য আরমা দত্ত, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম এবং সংসদ সদস্য তামান্না নুসরাত (বুবলী)।
[৮] মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী । সম্পাদনা : খালিদ আহমেদ