শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমোক্রেট ও রিপাবলিকান কনভেনশনের পর কমছে জো বাইডেনের জনপ্রিয়তা

আসিফুজ্জামান পৃথিল: [৩] আনুষ্ঠানিক মনোনয়ন পাবার পর দেখা যাচ্ছে জনপ্রিয়তার একাধিপত্য কমছে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের। তবে এখনও সেটি খুব বেশি দুশ্চিন্তার কারণ হচ্ছে না বাইডেনের। তবে ২০১৬ সালেও শেষ মুহূর্তে জনপ্রিয়তা বেড়ে গিয়েছিলো ডোনাল্ড ট্রাম্পের। এনবিসি

[৩] প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের নাগরিকদের আচরণ দুই দলীয়। পার্টিজান রাজনীতিতে এখনও প্রায় ৫০-৫০ অংশীদারিত্ব ডেমোক্রেট আর রিপাবলিকানদেরই। তবে এখন পর্যন্ত প্রাপ্ত সমীক্ষার সারাংশ নির্বাচনের ঠিক দুই মাস আগে বলছে, নির্বাচনে জিততে চলেছেন জো বাইডেন।

[৪] সব জরিপের গড় অনুযায়ী জাতীয়ভাবে বাইডেন এখনও এগিয়ে আছেন ৭ পয়েন্ট। আর ব্যাটেলগ্রাউন্ড স্টেট বলে পরিচিত ৬ রাজ্য; পেনসেলভেনিয়া, মিশিগান, উইসকনসিন, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা ও অ্যারিজোনায় এগিয়ে আছেন গড়ে ৩ পয়েন্ট।

[৫] ২০১৯ সালের শেষাংশে জরিপ শুরুর পর থেকেই মুখোমুখি অবস্থানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। আর বর্তমানে বাইডেনের এগিয়ে থাকার পয়েন্ট ২০১৬ সালে থাকা হিলারি ক্লিনটনের চেয়ে বেশি। অবশ্য শেষবার এই সময়ে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত আর জেতা হয়নি হিলারির।

[৬] তবে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইলেকশন কনসোর্টিয়াম একটি সমীক্ষাভিত্তিক গবেষণা প্রকাশ করেছে। সেই সমীক্ষা অনুযায়ী বর্তমান অবস্থান ধরে রাখতে পারলেই ৩ নভেম্বরের নির্বাচনে ৩৪৯টি ইলেক্টরাল ভোট পাবেন বাইডেন। আরেকটি সমীক্ষা অনুযায়ী বর্তমান অবস্থানে ১০০বার ভোট হলে ৬৯বারই জিতবেন বাইডেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়