শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই বছরে ৩৫টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ!

এল আর বাদল : [২] ২০২১ এবং ২০২২ সাল মিলিয়ে অন্তত ৩৫টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০২১ সালে খেলবে অন্তত ১৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি। ২০২২ সালে খেলার কথা রয়েছে ২০টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি।

[৩] ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ তার ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমানে’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাত দিয়ে ম্যাচগুলোর সংক্ষিপ্ত সূচি জানিয়েছেন। বিসিবি আগামী দুই বছরের জন্য ক্রিকেটের যে সূচি সাজিয়েছে সেই অনুযায়ী আগামী দুই বছরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

[৪] যার মধ্যে কয়েকটি সিরিজ ওয়ানডে সুপার লিগের বাইরে। মূলত বিভিন্ন বোর্ডের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত কয়েকটি সিরিজ নির্ধারণ করেছে বিসিবি। তবে ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যায় হেরফের হতে পারে। কেননা ২০২১ এবং ২০২২ সালে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্ট আছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ)।

[৫] এই কয়েকটি আসরে সম্ভাব্য ম্যাচ সংখ্যা বিবেচনা করে ম্যাচের অংক বসানো হয়েছে। এছাড়া একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি, যা এখনও চূড়ান্ত নয়। ২০২১ ও ২০২২ সালে ২০টি ম্যাচও খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে এই দুই বছরে ম্যাচ সংখ্যা ১১১টি।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়