শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘হ্যাপিনেস মিউজিয়াম’: করোনার দুর্দিনে সুখের খোঁজে

কেএম নাহিদ : [২] জাদুঘরটি হ্যাপিনেস রিসার্চ ইন্সটিটিউট নামের ডেনমার্কের একটি গবেষণা প্রতিষ্ঠানের। কোনো একটি সমাজের মানুষ কেন অন্য কোনো সমাজের মানুষের চেয়ে বেশি বা কম সুখী হয়, প্রতিষ্ঠানটি এনিয়ে গবেষণা করে। সুখী সমাজ গঠনে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্বের নীতিনির্ধারকদের প্রণোদনা দেয়াই তাদের উদ্দেশ্য।

[৩] গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান কার্য নির্বাহী মেইক ওয়াইকিং জানান, কয়েকবছর ধরে জনসাধারণ তাদের অফিস পরিদর্শনের অনুরোধ জানানোর পর তারা জাদুঘরের চিন্তা করেন। আমার মনে হয়, মানুষ এই প্রতিষ্ঠানটিকে একটি জাদুকরী জায়গা মনে করে, কেউ হয়তো ভাবেন আইসক্রিম ও কুকুরছানা আছে এমন জায়গা। প্রকৃতপক্ষে এখানে আমরা আটজন মানুষ কম্পিউটারের সামনে বসে থাকি। তাই আমরা চিন্তা করি, আমরা এমন একটি জায়গা গড়ে তুলতে পারি যেখানে মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সুখের অনুভূতি জানবে, অভিজ্ঞতা হবে। '

[৪] জাদুঘরটি প্রকৃতপক্ষে ২০২০ সালের প্রথমেই উদ্বোধনের পরিকল্পনা হয়। তারপরেই মহামারী ছড়িয়ে পড়ে, আন্তর্জাতিক চলাচল সীমিত হয়ে যায়। এসময় উদ্বোধন হবে কিনা এব্যাপারে সিদ্ধান্ত নিতে হয় ওয়াইকিং-কে।

[৫] 'এই সময়ে উদ্বোধন করা হলে যদিও দর্শনার্থী সংখ্যা কম থাকবে, আমরা চিন্তা করে ঠিক করি, এসময় পৃথিবীর আরও বেশি সুখের প্রয়োজন। ' তারপরই, জরুরি স্বাস্থ্যবিধি অনুসরণ করে, দর্শনার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫০ জন নির্ধারণ করে জাদুঘরটি খুলে দেয়া হয়। সূত্র: সিএনএন,টিবিএস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়