শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে সেপটির ট্যাংকি থেকে গলাকাটা বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : [২] গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকার এক প্রবাসীর বাড়ির সেফটি ট্যাংক থেকে এক নারীর গলাকাটা বস্তাবন্ধী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া আক্তার (২৫) সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ব্রাক্ষ্মনগ্রাম গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।

[৩] শনিবার দিনগত রাতে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ দেওয়ালিয়াবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করেন। অন্তত এক সপ্তাহ আগে হত্যার পর ওই নারীকে বস্তাবন্ধী করে সেফটি ট্যাঙ্কিতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

[৪] স্থানীয়রা জানায়, কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে ওই বাড়ির ভাড়াটিয়ারা বাড়ির মালিক আনোয়ার হোসেনের পরিবারের লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজন এসে ট্যাংকি খুলে ভেতরে একটি বস্তা দেখে পুলিশে খবর দেয়।

[৫] মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: এমদাদ হোসেন জানান, নিহতের পরিবার শনিবার বিকেলে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়রী করেন। পরে প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধের খবর পেয়ে ওই দিন রাতেই ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে খয়রি রঙের সালোয়ার ছিলো। ধারণা করা হচ্ছে ৫/৭ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই সেফটি ট্যাংকিতে ফেলে দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়