শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় ১০ হাজার মানুষ নিখোঁজ

সিরাজুল ইসলাম: [২] ২০১১ সালে দেশটির নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লোকগুলো নিখোঁজ হয়েছে। আলজাজিরা

[৩] গাদ্দাফির শাসনামলে আঞ্চলিক সহিংসতার জেরে আবু সালেম কারাগারে হত্যাযজ্ঞের পর দেশটিতে নিখোঁজের সংস্কৃতি চালু হয়। অস্থিতিশীলতা ও রাজনীতিক সহিংসতার কারণে হাজার হাজার মানুষ প্রিয়জনকে হারিয়েছে।

[৪] যুদ্ধ ও স্বৈরশাসকের আমলে নিখোঁজ বাস্তবতা। পরে এ সংস্কৃতি বিস্তার লাভ করেছে এবং এখনও চলছে। প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিকভাবে নিখোঁজ দিবস পালন করা হয়। তুলে ধরা হয় নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও তাদের স্বজনদের দুর্দশা।

[৫] আফ্রিকা অঞ্চলে ৪৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। তারা লিবিয়ায় ১ হাজার ৬০০ জনের বেশি নিখোঁজের তথ্য লিপিবদ্ধ করেছে। তাদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। পরিবারের সদস্যরা কেবল অভিযোগ করলেই সংস্থাটি নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করে।

[৬] যুগো¯øাভিয়ায় নিখোঁজ রয়েছে ৪০ হাজার মানুষ। এছাড়া সিরিয়ায় এক লাখ এবং ইরাকে দুই লাখ ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

[৭] লিবিয়ায় নিখোঁজ ব্যক্তিরা দাস প্রথা ও মানবপাচারের শিকার হতে পারে আশঙ্কা রয়েছে। কারণ এ রুট দিয়েই ইউরোপে অভিবাসী গমন করে থাকে।

[৮] নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা মানসিক, আইনী ও অর্থনীতিক চ্যালেঞ্জের মুখে পড়ে। নাইজেরিয়ার কালতুম বলেন, ৯ বছর আগে তার মেয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তিনি খুবই কম ঘুমাতে পারেন। মেয়েটি তার হৃদয়ে বেঁচে আছে। সে ফিরে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়