শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি : শিক্ষামন্ত্রী

শরীফ শাওন : [২] ড. দীপু মনি বলেন, এসইচএসসি পরীক্ষা বাতিলের বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি। পরিস্থিতি অনুকূলে এলে দুই সপ্তাহের প্রস্তুতিতে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ে সকল প্রস্তুতি রয়েছে। আগেও প্রস্তুত ছিলাম, এখনো আছি।

[৩] তিনি বলেন, এবার ১৪ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষা প্রশাসনের লোকসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ সম্পৃক্ত থাকবেন। যারা গণপরিবহন ব্যবহার করে আসবেন এবং যাবেন। এ মুহূর্তে এত বিশাল স্বাস্থ্যঝুঁকি নেওয়া সম্ভব নয়।

[৪] শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিল। যার ফল সুখকর হয়নি৷ সংক্রমণের কারণে আবারো বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো না।

[৫] শিক্ষামন্ত্রী বলেন, অনলাইনে ক্লাস করার প্রাথমিক জড়তা কাটিয়ে উঠেছে শিক্ষার্থীরা। যার ফলে তাদের বড় ধরনের ক্ষতি হবে না বলে আমরা মনে করছি। যদি আমরা এক মাস ক্লাস নিতে পারি তাহলেই তাদের সিলেবাস শেষ হবে। যদি এ বছর সেটি সম্ভব না হয়, প্রয়োজনে শিক্ষাবর্ষ কিছুটা বাড়ানো যেতে পারে।

[৬] শনিবার জাতীয় জাদুঘরে গোলটেবিল আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়