শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের বেলকুচিতে একই রাতে ৪টি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সোহাগ হাসান : [২] শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

[৩] তিনি জানান, শুক্রবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। ৪টি বাল্যবিয়ের তিনটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।

[৪] তিনি আরও বলেন, বাল্যবিয়ে বন্ধ করে প্রত্যেক কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া। এসময় বর ও কনের অভিভাবকদের কাছ থেকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

[৫] যাদের বাল্যবিয়ে বন্ধ করা হলো, বেলকুচি পৌরসভার চালা অফিসপাড়া এলাকায় একাদশ শ্রেণীর ছাত্রী (১৭), ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২), দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর গ্রামে দশম শ্রেনীর ছাত্রী (১৫) বেলকুচি সদর ইউনিয়নের বেলকুচি মধ্যপাড়া গ্রামে দশম শ্রেনীর ছাত্রী (১৫)।

[৬] এসময় সহযোগিতা করেন, বেলকুচি থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান ও থানা পুলিশের সদস্যবৃন্দ। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়