শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে হাসপাতালে খুলে দেয়া হয়েছে জ্যাকব ব্লেকের হাতকড়া

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের কেনোসিতে পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের হাতে হাতকড়া পরিয়ে রাখার ঘটনা তীব্র সমালোচিত হয়।

[৩]মার্কিন কংগ্রেসসদস্য রাশিদা তালিব টুইটে বলেছেন, সাতবার গুলি করার পর সম্পূর্ণ অচল হয়ে হাসপাতালে পড়ে আছেন জ্যাকব, আর এই অবস্থায় আপনারা হাতকড়া পরিয়ে রেখেছেন। জ্যাকবের বাবা বলেন, ‘সে কোথাও যেতে পারছে না। বিছানায় অচল হয়ে শুয়ে আছে। তবে কেনো তাকে হাতকড়া পরিয়ে রাখা হচ্ছে?’

[৪]এদিকে কর্তৃপক্ষ বলছে, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় নিয়ম মেনেই হাতকড়া পরিয়ে রাখা হয়েছিলো। গত ৬ জুলাই পারিবারিক নির্যাতনের অভিযোগে ব্লেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এক নারী অভিযোগ করেছেন, ব্লেক তার বাড়ি ভাঙচুর করেছেন ও তাকে যৌন হয়রানি করেছেন।

[৫]জ্যাকবের আইনজীবী বলেছেন, স্থানীয় সময় গত রোববার জ্যাকবকে কেনোসার পুলিশ তাকে ৭ বারেরও বেশি গুলি করে। তার মেরুদণ্ড ভেঙ্গে গিয়েছে এবং তিনি চলাফেলার শক্তি হারিয়ে ফেলেছেন। আর কখনো হাঁটতে পারবেন কি না তা অনিশ্চিত। তবে তার বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেয়া হয়েছে ও তার হাতকড়া খুলে দেয়া হয়েছে। সেইসঙ্গে ব্লেকের বেডের বাহিরে পাহারারত পুলিশকে সরিয়ে নেয়া হয়েছে।

[৬]এদিকে ব্লেককে গুলি করার ঘটনায় কেনোসাসহ যুক্তরাষ্ট্রের রাজ্যে রাজ্যে পুনরায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে দুই জনকে হত্যা ও এক জনকে হত্যাচেষ্টার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরকে ২৫ সেপ্টেম্বর আদালতে হাজির করা হবে।

[৬]শুক্রবার কেনোসার মেয়র শহরজুড়ে কারফিউ জারি করেছেন। কর্তৃপক্ষ বলেছে, শহরটিতে প্রায় ১ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়