শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোলে ৬ কো‌টি টাকার সোনার বারসহ নারী আটক

র‌হিদুল খান : [২] বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে নয় কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামে একজন নারী সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] আটক বানেছা খাতুন ওই গ্রামের দুখে মিয়ার স্ত্রী। উদ্ধার করা সোনার দাম প্রায় ছয় কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

[৪] শুক্রবার (২৮ আগস্ট) রাত ১০টার সময় বানেছার বাড়ি থেকে সোনার বার উদ্ধার ও তাকে আটক করা হয়।

[৫] ভারত সীমান্ত-সংলগ্ন এলাকায় ওই নারী দীর্ঘদিন ধরে সোনা ও মাদক পাচারে জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

[৬] বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, সাদিপুর গ্রামের বানেছা নামে এক পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। এ ধরনের খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহল দল ওই নারীর বাড়িতে অভিযান চালায়। বাড়িটি থেকে প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা দামের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। আটক করা হয় বানেছাকে।

[৭] যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা সোনা উদ্ধার ও পাচারকারী নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছে তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়