শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জুভেন্টাসে রোনালদোর সঙ্গে মেসির যোগ দেওয়ার সুযোগ দেখছি না’

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে একই দলে খেলতে পারেন? যেহেতু ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি, সেহেতু জুভেন্টাসে পাড়ি জমাতে তার ক্ষতি কোথায়? এমনটা হলে সময়ের সেরা দুই ফুটবল তারকার স্বপ্নের জুটি দেখার প্রত্যাশা অন্তত পূরণ হতো কোটি কোটি ভক্ত-সমর্থকের।

ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদ্রাদো অবশ্য অতি আশাবাদীদের দলে নন। স্বদেশি গণমাধ্যম ইএসপিএন নেক্সোর কাছে বলেছেন, মেসি-রোনালদোকে আগামী মৌসুমে তুরিনের দলটিতে একত্রে খেলতে দেখলে তিনি নিজেই বরং বিস্মিত হবেন।
দুই দশকের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনাকে বিদায় জানাতে আগ্রহী মেসির সম্ভাব্য নতুন ক্লাবের তালিকায় রয়েছে ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইন্টার মিলানের নাম। তবে কোনো ক্লাবই মুখ ফুটে এখনও কিছু বলেনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কিনতে বার্সার কাছে তাদের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার কোনো খবরও আসেনি আন্তর্জাতিক গণমাধ্যমে।

চলমান নানা ধরনের গুঞ্জনের মাঝে বৃহস্পতিবার কুয়াদ্রাদোর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির নতুন ঠিকানা কি জুভেন্টাস হতে পারে? পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর সঙ্গে যোগ দেওয়ার কোনো সুযোগ আছে আর্জেন্টাইন তারকার?

কুয়াদ্রাদোর স্পষ্ট জবাব, আমি এটা কল্পনাও করতে পারি না। তবে সত্যি বলতে, এরকম কিছু ঘটতে দেখছি না আমি। তবে চোখ কপালে তোলার মতো দলবদলের নজির ইউরোপের ক্লাব ফুটবলে কম নেই। রিয়াল মাদ্রিদে নয় মৌসুম কাটিয়ে দুই বছর আগে রোনালদো যখন আচমকা জুভেন্টাসে যোগ দেন, তখনও গোটা ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকেছিল অনেকের কাছে। - ডেইলি স্টার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়