শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৫ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প-ডলার ও টাকাসহ দুইজন গ্রেপ্তার

সুজন কৈরী : রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে চার কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার ও টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলফাজ উদ্দিন (৬১) ও মো. মাসুদ (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস. এম. শামীম বলেন, গ্রেপ্তার আলফাজ উদ্দিন ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাসুদ জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা তৈরির মূল হোতা।

তিনি বলেন, সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে আলফাজ উদ্দিনকে তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আলফাজ অধিক মুনাফার আশায় আনোয়ার নামে একজনের কাছ থেকে জাল স্ট্যাম্প কেনার পর বিক্রি করছিলেন। কোভিড শুরুর আগে আনোয়ার অধিক মুনাফা প্রলোভন দেখিয়ে আলফাজকে বলেন, বেশি মুনাফা করতে চাইলে জাল স্ট্যাম্প বিক্রি করতে হবে। এ ব্যবসার সঙ্গে জড়িত আনোয়ার তার ছেলে সবুজের সঙ্গেও গ্রেপ্তার আলফাজকে পরিচয় করিয়ে দেন।

পুলিশ কর্মকর্তা শামীম বলেন, আলফাজের দেয়া তথ্যে বৃহস্পতিবার সারারাত যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প বিক্রির হোতা মাসুদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার, টাকা ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, এর আগেও জাল-জালিয়াতির অভিযোগে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ। মাসুদ দীর্ঘ আট বছর এই জাল জালিয়াতি ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনিই এই ব্যবসার মূল হোতা।

রমনা জোনের এসি আরও বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। জাল স্ট্যাম্প বিক্রির সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়