শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনার পর আন্তর্জাতিক নিয়ম মেনে ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণের সিদ্ধান্ত

লাইজুল ইসলাম: [২] বৃহস্পতিবারের ভ্যাকসিন ট্রায়েলের অনুমোদনের পর সামনে আসে ৭ টি হাসপাতালের নাম। এই সাতটি হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ইউনিট, হলি ফ্যামিলি হাসপাতাল, কুয়েত মৈত্রি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মহানগর হাসপাতাল।

[৩] ঢাকা মহানগর হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ রয় বলেন, চিঠি পাওয়ার পর দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে। এরপর হাসপাতালের চিকিৎসাকর্মীদের সঙ্গে আলোচনা করা হবে।

[৪] ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, হাসপাতালের স্বাস্থ্য সেবাকর্মীদের সিনোভেকের ভ্যাকসিনের অংশগ্রহনের জন্য আন্তর্জাতিক নিয়ম মানা হবে। তবে আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি।

[৫] হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মাদ মোরশেদ বলেন, বিএমআরসির অনুমোদনের পর আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলো আইসিডিডিআরবি। তবে এখনও কোনো লিখিত নির্দেশনা পাইনি।

[৬] আইসিডিডিআরবি’র কর্মকর্তারা বলেন, ভ্যাকসিন ট্রায়েলে অংশ নেবেন শুধু স্বাস্থ্যসেবা কর্মীরা। ট্রায়েল পরিচালনা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়-আইসিডিডিআরবি ও কোরিয়ান একটি প্রতিষ্ঠান। এতে চীনের কোনো বিশেষজ্ঞদল থাকবে না বলে জানিয়েছে কর্মকর্তারা।

[৭] এই কর্মকর্তা আরো বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়ালে অংশ গ্রহণকারী সেচ্ছাসেবকরা কোনো ধরনের আর্থিক সহায়তা পাবেন না। চীনা প্রতিষ্ঠান সিনোভেক বায়োটেক শুধু ট্রায়াল পরিচালনার খরচ বহন করবে। ট্রায়াল পরিচালনার জন্য খুব দ্রæত সময়ের মধ্যে কিছু লোকবল নিয়োগ দিবে আইসিডিডিআরবি। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়