মনিরুল ইসলাম: [২] আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় বসবে একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশন। ৫/৭ কার্যদিবস চলবে অধিবেশন। বিরতি দিয়ে দিন বাড়লেও কার্যদিবস সংক্ষিপ্তই থাকবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসছে এই অধিবেশন।
[৩] সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশনে পাস হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল- ২০২০।
[৪] সূত্র মতে, ইতোমধ্যেই ৩৪ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগষ্ট মাসেই শনাক্ত হয়েছেন ৮ জন সংসদ সদস্য। এর মধ্যে ৩২ জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য । বাকি দুজন হলেন গণফোরামের মোকাব্বির খান ও বিএনপির রুমিন ফারহানা। আক্রান্ত সংসদ সদস্যের মধ্যে ৫ জন মন্ত্রিসভার সদস্য। সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন ৩ জন। শুক্রবার পর্যন্ত আক্রান্ত সংসদ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন এবং চিকিৎসাধীন ৬ জন।
[৪] জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণেই কড়াকড়ি ভাবে স্বাস্থ্য সুরক্ষার দিকটা বিবেচনা করে সংসদে প্রবেশে সর্তকতা ব্যবস্থা নিয়েছে সংসদ সচিবালয় । বাজেট অধিবেশনের মতোই মানা হবে স্বাস্থ্যবিধি। প্রয়োজন ছাড়া কাউকে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা।
[৫] এদিকে, আসন্ন অধিবেশনেও সাংবাদিকদের সংবাদ সংগ্রহে প্রবেশ কার্ড ইস্যু করা হচ্ছে না। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্পাদনা : খালিদ আহমেদ