শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

দেবদুলাল মুন্না: [২] শুক্রবার জাপানের রয়টার্স এ তথ্য জানায় । এদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এর আগেই গতকাল থেকে তার পদত্যাগের গুঞ্জন ছিল। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাবে পদত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে শিনজো অ্যাবে জানান, অসুস্থতার কারণে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করার কারণে এ সময় জাপানের জনগণের কাছে ক্ষমা চান অ্যাবে। ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অ্যাবের জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল।

[৩] গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে অসুস্থ রয়েছেন শিনজো অ্যাবে। স¤প্রতি দুইবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবারও অ্যাবে ফের হাসপাতালে গিয়েছিলেন । জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ৬৫ বছর বয়সী শিনজো অ্যাবে জানান, তার আলসারেটিভ কোলাইটিস রয়েছে এবং নতুন ওষুধ ব্যবহার করে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।

[৪] এনএইচকে'র রিপোর্টে বলা হয়, শিনজো অ্যাবে নিজেও আর ক্ষমতায় থাকতে চাচ্ছেন না। তিনি এখন চান সম্মআনজনক বিদায় ও অবসরজীবন। কোভিড পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে শিনজো অ্যাবের বর্তমান সরকার স¤প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়