শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসুদ রানা: ভারতের ব্যর্থ ভ্যাকসিন ডিপ্লোম্যাসি, চীনা প্রতিষেধকের অনুমোদন বাংলাদেশে!

মাসুদ রানা: গত ১৮ই অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে এক ঝটিকা সফরে এসেছিলেন দেশটির বিদেশ-সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

শ্রিংলার সফরের আগে ভারত ঘোষণা করে যে, করোনাভাইরাসের যে-প্রতিষেধক যুক্তরাজ্যের অক্সফৌর্ডে আবিষ্কৃত হয়েছে এবং ভারতে উৎপাদিত হবে, তা বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। এই সংবাদের পটভূমিতে শ্রিংলা তার ঝটিকা সফরে মূল গোপন করে বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়টি সামনে নিয়ে আসেন।

মোদি যে হাসিনার চীন-মুখিতা ফেরাতে শ্রিংলাকে মূলা-ও-লাঠি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন, তাতে কোনো কাজ হয়নি বলেই মনে হয়। ভারতে ফিরে গিয়ে শ্রিংলা যতোই "আলোচনা ফলপ্রসূ হয়েছে" ও তিনি "খুব খুশি" বলেই থাকুন না কেনো, আসলে তিনি যে কোনো পাত্তাই পাননি, তার প্রমাণ মিললো আজ খোদ ভারতীয় The New Inidan Express পত্রিকার সংবাদ শিরোনামেঃ

"Bangladesh allows human trial of COVID-19 vaccine developed by Chinese company" - অর্থাৎ, "চীনা কোম্পানীর তৈরি কৌভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষার অনুমোদন করেছে বাংলাদেশ"।

ভারতীয় পত্রিকাটি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে উদ্ধৃত করে জানায় যে, বাংলাদেশ চীনা কোম্পানী সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের কাছ পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন কিনতে শুধু অগ্রাধিকারই পাবে না, তার সাথে এক লক্ষ ভ্যাকসিন বিনামূল্যে পাবে। ["We will get one lakh vaccines for free...and Bangladesh will get priority to purchase adequate numbers of vaccines from the Chinese company," Maleque said.]

ভারতের বিদেশ-সচিব হর্ষবর্ধন শ্রিংলার তথাকথিত 'ভ্যাকসিন ডিপ্লোম্যাসি' যে শুধু ভেতর থেকে নয়, বরং বাইরে থেকেও ব্যর্থ, তা ৯ দিনের মধ্যে হাটে হাঁড়ি ভাঙ্গার মতো প্রকাশিত হয়ে পড়লো! অর্থাৎ, শেখ হাসিনার বাংলাদেশ যে নরেন্দ্র মোদির ভারতের মুঠো থেকে ফসকে গিয়েছে, এ-বিষয়ে আর কোনো সন্দেহ নেই।

আমার ধারণা, শেখ হাসিনা শুধু চীন-সখ্য পরিহারের ভারতীয় অনুরোধ বা হুঁশিয়ারিই প্রত্যাখ্যান করেননি, তিনি এমনকি হয়তো বলে দিয়েছেন যে, চীন-সীমান্তে ভারতীয় সেনা-মোতায়েনের ক্ষেত্রে তিনি বাংলাদেশের ভূমিও ব্যবহার করতে দেবেন না।

শেখ হাসিনা যদি বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় সেনা-চলাচল অননুমোদন নিশ্চিত করেন, বিনিময়ে তিনি ভারতের চিন্তার বাইরে চীনের কাছ থেকে স্থলে-জলে-অন্তরীক্ষে সামরিক শক্তি বৃদ্ধির সহায়তা পাবেন বলে আমি ধারণা করি।

তবে, সামরিক ক্ষেত্রে বাংলাদেশ শেষপর্যন্ত যা চাচ্ছে বলে আমার মনে হয়, তা হলো, পারমাণবিক প্রতিরক্ষা। আর, এই প্রতিরক্ষার আশ্বাস আসতে পারে চীন থেকে, এবং এমনকি পাকিস্তান থেকেও।

২৭/০৮/২০২০
লণ্ডন, ইংল্যাণ্ড

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়