শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে ৪ জুয়েলার্স প্রতিষ্ঠানকে জরিমানা

সোহেল হোসাইন: [২] মানিকগঞ্জে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে প্রতারনা করার দায়ে ৪ জুয়েলার্স প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

[৩] বুহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

[৪] তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে ক্রেতা সেজে আহম্মেদ জুয়েলার্স থেকে ২১ ও ২২ ক্যারেটের দুইটি আংটির দাম জেনে নিই। পরে পরিচয় দিয়ে আংটি দুইটি পরীক্ষার জন্য হলমার্কে (স্বর্ণের ক্যারট পরিমাপক প্রতিষ্ঠান) পাঠানো হয়। ২২ ক্যারেটের আংটি যথাযথ থাকলেও ২১ ক্যারেটের আংটিতে ১৯ ক্যারেট পাওয়া যায়।

[৫] তিন ঘন্টাব্যাপী অভিযানে ২১ ক্যারেট বলে ১৮ বা ১৯ ক্যারেটের স্বর্ণ বিক্রয় করার দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে । প্রিয়াংকা জুয়েলার্সকে ৭৫ হাজার টাকা, পাল জুয়েলার্সকে ৬০ হাজার টাকা, রাজধানী জুয়েলার্সকে ২০ হাজার টাকা এবং আহম্মেদ জুয়েলার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভোক্তাদের সাথে এ ধরনের প্রতারণা করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

[৬] এছাড়া সকালে দিকে পুটাইল বাজারে মেয়াদোত্তীর্ন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে আরাফ মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

[৭] অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির মানিকগঞ্জ শাখার সভাপতি, সাধারন সম্পাদক ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা সহযোগিতা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়