এস,এম রিয়াজ: [২] উপজেলার মেদিরাবাদ-তারাবুনিয়া গ্রামে বুধবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে বাবা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
[৩] আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫/৬ জনের একদল মুখোসধারী দুর্বৃত্ত সিঁদ কেটে আ. হাই হাওলাদারের ঘরে ঢুকে বড় ছেলে হাচিবকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে।
[৪] এসময় তার ডাক চিৎকারে প্রথমে ছোট ভাই ছায়েদ ও পরে বাবা আব্দুল হাই এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের আশঙ্কা জনক অবস্থায় ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কর করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আ. মান্নান শাকিল জানান, জানান আহত হাসিবের মাথায় ও চোখের ওপরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এছাড়া তার বাবা আব্দুল হাই হাওলাদার এর মাথায় ও চোখের ওপরে, ছায়েদ এর শরীরের বিভিন্ন অংশে
[৫] ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
[৬] অপরদিকে উপজেলার আতরখালী গ্রামে পারিবারিক কলোহের জের ধরে একই রাতে ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হচ্ছেন, আ. গফফার , আ. ওয়াহাব, সনিয়া, ছিদ্দিকুর রহমান, আ. লতিফ, আলি হায়দার। আহতদের ৪ জনকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী