শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গভীর রাতে সিঁদ কেটে বাবা ও দুই পুত্রকে কুপিয়ে জখম

এস,এম রিয়াজ: [২] উপজেলার মেদিরাবাদ-তারাবুনিয়া গ্রামে বুধবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে বাবা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

[৩] আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫/৬ জনের একদল মুখোসধারী দুর্বৃত্ত সিঁদ কেটে আ. হাই হাওলাদারের ঘরে ঢুকে বড় ছেলে হাচিবকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে।

[৪] এসময় তার ডাক চিৎকারে প্রথমে ছোট ভাই ছায়েদ ও পরে বাবা আব্দুল হাই এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের আশঙ্কা জনক অবস্থায় ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কর করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আ. মান্নান শাকিল জানান, জানান আহত হাসিবের মাথায় ও চোখের ওপরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এছাড়া তার বাবা আব্দুল হাই হাওলাদার এর মাথায় ও চোখের ওপরে, ছায়েদ এর শরীরের বিভিন্ন অংশে

[৫] ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

[৬] অপরদিকে উপজেলার আতরখালী গ্রামে পারিবারিক কলোহের জের ধরে একই রাতে ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হচ্ছেন, আ. গফফার , আ. ওয়াহাব, সনিয়া, ছিদ্দিকুর রহমান, আ. লতিফ, আলি হায়দার। আহতদের ৪ জনকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়